আঁচলে তোমার বাঁধা ছিলো সব
বাঁধন কেনো খুললে ওগো প্রিয়া
খাঁচারা মধ্যে বন্দী কোনো টিয়া
মুক্ত হলে ফের কি ফিরে আসে!
চেতনা জুড়ে তোমার অবয়ব
যখন ছিলো তখন অবহেলা
করলে; যেনো শুধুই ছেলেখেলা
খেললে আমার সাথে। বিশ্বাসে
আহত পাখির ব্যথা অনুভব
এরপর থেকে প্রতিনিয়তই
আমার আমিতে যেনো আমি নই
বিরোধীতা করে প্রতি নিঃশ্বাসে-
ভালোবেসে কারো বেঁধে রাখা মিছে
শুধু ঘোরা আলেয়ার পিছে পিছে।
এখানে আপনার মন্তব্য রেখে যান