তৈল চিকিৎসা / সাইফ আলি

বলতে গেলে অল্প কথায় শেষ হবে না বলা
তখন তুমি বলবে রেগে- নামাও তোমার গলা;
তার থেকে এই না বলাতেই সই
কি লাভ বলো বাধিয়ে হৈ চৈ।

তবুও তুমি বললে যখন অল্প কিছু বলি
বোতলজাত তৈল এবার কার টাকে যে ডলি!

সকাল বেলা হাটতে গিয়ে পাশের বাড়ির ছেলে
মাথর উপর এক শিশি তেল পুরোই দিলো ঢেলে
বললো- কাকু আপনি মহান, বিরাট বড়ো মন!
আমি বলি- তা তো বটেই মনের প্রয়োজন।
কচলে দু’হাত, বললো- কাকু, সত্যি কথা জানেন;
সারা পাড়ায় আপনি ছাড়া গুণীর অভাব মানেন!
আপনি গুণী, গুণী আপনার ঐ যে ছোটো শালী-
বারান্দাতে দাড়ায় যখন চাঁদ নামে এক ফালি।
কি আর বলি আমার তখন তৈল সারা গায়
দেখছি অনেক সম্ভাবনা তৈল চিকিৎসায়।

এখানে আপনার মন্তব্য রেখে যান