ওরা নাকি ভালো আছে
ভালো আছে বস্তিতে,
চাল-ডাল-তেলহীন
নিদারুন সস্তিতে।
এদিকে সকল গুণী
মেতে আছে টুনটুনি দোস্তিতে,
ওরা নাকি ভালো আছে বস্তিতে!
লাগলে ভোটের হাওয়া
নেতাদের আসা-যাওয়া
বেড়ে যায়;
গুণীজন মুখ খোলে
চায়েতে ধুম্র তোলে
পয়সার পিঠে ঠোঁট
নেড়ে যায়।
চায়ের দোকানে তাই
দেখে টিভি পর্দায়
হঠাৎ কে বলে ওঠে-
‘লাথি মার পাজরের অস্থিতে।’
ওরা নাকি আছে বড়ো সস্তিতে…!
এখানে আপনার মন্তব্য রেখে যান