কি করি উপায় / সাইফ আলি

বিছানার পেটে বালিশ
আর বালিশের পেটে মুখ,
মুখের পাড়ায় ভাঙা দর্পণ
দর্পণে ভাঙা বুক।

বাবা বলেছিলো জরিমানা দেবে শাড়ী
আম্মা বলেছে ঢং,
আমি বলি শাড়ী নকশি বাহারী
লাল টুকটুকে রং।

তবুও খুকুর কান্না থামে না
কি করি উপায়,
খুকুর কান্না জড়িয়ে গেলো
সকল বিছানায়।

এখানে আপনার মন্তব্য রেখে যান