উনপাজুড়ে হাড় পাজরে কয়খানা তোর
একটুও কি ভয় করে না বুকের ভিতর,
তিড়িং-বিড়িং ফড়িং যেনো ইচ্ছে হলেই
হারিয়ে যাবি বাধার সকল প্রাচীর গলেই।
তোর ঘাড়ে কি রাত-বিরাতে ভয় চাপে না;
ছুটলে বুলেট ফুটলে বোমা বুক কাঁপে না?
“তোমার ছেলে ভয় পেলে মা হও কি খুশি,
তোমার কোলে রাখতে মাথা
একটু না হয় হলাম দুষি…”
এখানে আপনার মন্তব্য রেখে যান