উদ্যানে বহুদিন পর / সাইফ আলি

উদ্যানে-বহুদিন-পর

ইটপাড়া রাস্তাটা ধোয়ার অন্ধকারে ঢাকা
পাশে কিছু পাতাঝরা গাছ সারি সারি
পথচারি হেটে যায় বরাবর
হয়তো কখনো কেউ রেখেছিলো এইসব
এলোমেলো দৃশ্যের খবরাখবর।

উদ্যানে বহুদিন পর
আমি আজ শীতের সকালে
হলুদ পাতার ফাঁটা খসখসে গালে
খুঁজে ফিরি তাকে।
যদি পাই
বুকের মোড়কে মুড়ে
আবার নতুন কিছু কবিতা বানাই।