ডায়রিতে কথাগুলো / সাইফ আলি

ডায়রিতে কথাগুলো লেখি লেখি করে
শেষমেশ কলম সরে না
শব্দেরা জট বেধে থাকে।

কথাগুলো জমে জমে হীম হয়ে যায়
ডায়রির কথাগুলো আগুনের আঁচে
কেনো জানি নিজেকে পুড়ায়।

বুকে মুখে কথা থাকে
কপালের ভাঁজে ভাঁজে মুড়ে থাকে কিছু
কিছু কথা নিভৃতে নিজেকে লুকিয়ে ফেলে
আঁধারের পিছু।

তোমারো কি এরকম হয়?
মাঝে মাঝে মনে হয় শুনি
কিন্তু যখনি তুমি দৃশ্যপটে আসো
সাদাসিদে প্রশ্নটা ভেঙেচুঁড়ে হয়ে যায়-
লাল- নীল – সবুজাভ- হলুদ- বেগুনী।

এখানে আপনার মন্তব্য রেখে যান