ধূপছায়া মনে পড়ে অফসেট কাগজের ভীড়ে
এক জোড়া চোখ ছিলো হরিণের চোখ
কোনো এক গাছের আড়ালে
তারপর অরন্যে ডুব।
ছোপ ছোপ সবুজের মাঝে ডাগর দু’চোখ
এঁকেছিলো শিল্পির তুলি
ধূপছায়া দেখেছি তোমাকে
কিভাবে তা ভুলি
অবসরে মনে পড়ে খুব।
হয়তো বেকুব আমি
অথবা তা পাগলামী
তবু সেই কাগজের ভীড়ে
এক জোড়া চোখ
শিল্পীর আঁকা
হৃদয়ে হারিয়ে গেছে
কিনেছে সে নিজের এলাকা।
এখানে আপনার মন্তব্য রেখে যান