ঘুড়ি স্বাধীনতা

মেঘের মুলুকে ঘুড়ি মেলেছিলো ডানা
বালকের হাতে ছিলো সীমানার খোঁজ
বাতাসে বুকের পাড়া কেঁপেছিলো খুব
খুঁজেছিলো আরো দূর রঙিন ঠিকানা।

উড়ন্ত চিল দেখে জেগেছিলো সাধ
অজানা মেঘের দেশে বাধবে বাসর
ছিড়ে গেলো বন্ধন নাটাই সুতার
মাটিতে জমলো শেষ মৃত্যু আসর।

এখানে আপনার মন্তব্য রেখে যান