দোচালা টিনের ঘর
এক কোণে দুই চড়ুয়ের সংসার
তোমার গেরুয়া চোখের উঠোনে চেয়ে
এ ছিলো আমার প্রথম আবিষ্কার।
বহুদিন হলো চড়ুই গিয়েছে চলে
বৃষ্টি বোঝেনা টিনের চালের স্বাদ
ঘরে তুমি খুব নিতান্ত জড়োসড়ো
দরজাতে আমি পূর্ণ দ্বিধায় ভাবি-
তোমার হাতে কি চাবি?
দোচালা টিনের ঘর
এক কোণে দুই চড়ুয়ের সংসার
তোমার গেরুয়া চোখের উঠোনে চেয়ে
এ ছিলো আমার প্রথম আবিষ্কার।
বহুদিন হলো চড়ুই গিয়েছে চলে
বৃষ্টি বোঝেনা টিনের চালের স্বাদ
ঘরে তুমি খুব নিতান্ত জড়োসড়ো
দরজাতে আমি পূর্ণ দ্বিধায় ভাবি-
তোমার হাতে কি চাবি?
এখানে আপনার মন্তব্য রেখে যান