প্রজাপতি ছিলো ধুসর পান্ডুলিপি / সাইফ আলি

প্রজাপতি ছিলো ধুসর পান্ডুলিপি
ফুলে ছিলো কিছু পাপড়ি ঝরার ব্যথা
যে ডালে দু’জন এক হয়েছিলো
সেই ডাল ছিলে তুমি-

আর আমি,
আমিতো ছানার নতুন ডানার
প্রথম হারানো পালক
কৈশর ছোঁয়া বালক।

পা ছিলো মাটিতে
হাত ছোয় ছোয় তোমার শরীর
পারি না বাইতে গাছ ;
না দিলে ফুলটা প্রজাপতি গেলো উড়ে
সারাটা দুপুর ভরা রোদ্দুরে পুড়ে
ঘরে ফিরে শুনি সন্ধ্যার হাওয়া বলে –
ফুল পড়ে আছে অধরা ডালের তলে।

এখানে আপনার মন্তব্য রেখে যান