দেখলাম তুমি কতো কঠিন সুন্দর… / সাইফ আলি

(কিউক্রাডং পাহাড় চুঁড়ায়)

যেখানে পাহাড় সবুজ
মেঘ তুলো তুলো
আকাশের নীলে
মিলেমিশে একাকার হয়
সেখানে আমিও অবুঝ…

পায়ে হাটা পথটার দুই ধার ঘিরে
অজানা বনের ফুলগুলো
আমাকে জানায় স্বাগতম।

  • আসলাম হে পাহাড় তোমাকে দেখবো বলে
    দেখলাম তুমি কতো কঠিন সুন্দর…

এখানে আপনার মন্তব্য রেখে যান