ভালো থেকো তুমি / সাইফ আলি

(কিউক্রাডং পাহাড় চুঁড়ায়)

এই নির্জনে ফুটে আছো তুমি সুন্দরী বুনো ফুল
যদি পারতাম তোমাকে নিতাম দু’হাত ভরে
কিন্তু তুমি যে সংসারী বড়ো পাহাড়ের মেয়ে
না পেলাম আজ এই হাঁটা পথে আপন করে
মনে বেধো প্রিয়া ঘর,
লেনাদেনা নেই তবু রাখো এই খন্ডিত অন্তর।

ভালো থেকো তুমি কঠিন কোমল রাজে
ভালো থেকো এই পাহাড়-মেঘের ভাঁজে…