(কিউক্রাডং পাহাড় চুঁড়ায়)
মেঘে মেঘে কিছু কবিতা লেখার দিন
পাহাড়ে পাহাড়ে অজানা হাজার পথে
মনে মনে কিছু মুগ্ধ হওয়ার দিন।
বৃক্ষ পাতার বাতাস কাঁপানো কথা
ঝর্ণা শীতল অস্থির নিরবতা,
মহা নির্জনে ওগো দিগন্ত শোনো-
তুমি কি আমার পায়ের আওয়াজ পাও?
তুমি কি আমাকে দেখো?
জানিনা কখোনো জানবো না তুমি কি
শুধু মনে হবে তোমাকেও ছুঁয়েছি…
এখানে আপনার মন্তব্য রেখে যান