রক্তে কিছু গানের কলি মিশে
বির্জে কিছু বীরের প্রতিচ্ছবি
শরীর না হয় শরীর থাকুক মাটির কাছাকাছি
মেঘের কাছে প্রশ্ন করো
আকাশ নীলেও আছি।
মনটা আমার খুব যাযাবর পাখির পালক ছুঁয়ে
গাছের ডালে ঘরের চালে কিংবা সবুজ ভূঁইয়ে
বেড়ায় শুধু ঘুরে
তবুও যেনো হারাও তুমি দূরে
বহু দূরে……..
স্বাধীনতার সুখ পাওয়া কি
নাটাই ঘুড়ি সুতা
যেই দেখেছি ফুলের তোড়া
অমনি দেখি জুতা!!
এখানে আপনার মন্তব্য রেখে যান