ককটেল শংকিত চোখে অশ্রু বাঁধেনা বাসা

ককটেল শংকিত চোখে
অশ্রু বাঁধেনা বাসা
কালো রাস্তাটা শোকাতুর পিচে
বুদ হয়ে থাকে নেশায়
ককটেল হাতে পেট্রোল বোমা হাতে
রক্ত ঝরবে কালো ক্ষমতার খাতে।

আহা রাজনীতি
বীর্যে তোমার বীরেরা বলে না কথা
নির্বাক শুধু লাশ সারি সারি পড়ে
চোখ জুড়ে আছে অস্থির নিরবতা।

হাত বাঁধা চোখ বাঁধা
লাগাম পরানো মুখ
তবু যন্ত্রের কণ্ঠে হাজার স্বার্থকতার সুখ।

ঝলসানো পোঁড়া দেহ
চোখ সরে যায় তবু লিফলেটে-
‘শান্তি বিরাজমান’

শান্ত নগরি শ্রান্ত পথের ধারে
ককটেল বুকে নিয়ে
ঘুমিয়েছে রাতে
আমি-তুমি হেসে বলি- ‘চলো না ঘুমাতে’।

এখানে আপনার মন্তব্য রেখে যান