কিছু জানালার পর্দা কাঁপে না / সাইফ আলি

কিছু জানালার পর্দা কাঁপে না
সূর্য রাখে না চোখ
কিছু জানালারা দেয়ালেই যায় মিশে
কিছু জানালার অকাল মৃত্যু লেখা থাকে কার্নিশে।

পর্দা ওড়াও বাতাস এসো হে
জানালায় জানালায়
কিছু রোদ কিছু ভালোবাসা দাও ছোঁয়া
অবসর কিছু চৌকাঠ থেকে পাল্লা গিয়েছে খোয়া।

যাক খোয়া যাক সব পাল্লারা
পর্দা নাচুক খুব,
আলো-ছায়াময় সব জানালায়
ভালোবাসা দিক ডুব।

এখানে আপনার মন্তব্য রেখে যান