চুপি চুপি কিছু কথা হয়ে যাক বলা / সাইফ আলি

চুপি চুপি কিছু কথা হয়ে যাক বলা
নিরবে কিছুটা পথ হয়ে যাক চলা
হাত খাক হাতে বাড়ি
দুটি মন আড়াআড়ি
শুনুক কিছুটা হৃদয় কাঁপন
শিহরণ দুরুদুরু
কিছু কথা হোক খুব নির্জনে শুরু।

পথ ও পাতায় ঝরা কবিতায়
জাগুক কিছুটা ছন্দ আজ;
নির্বাক কিছু ভালোবাসা শুধু
বাতিল মুখের কুচকাওয়াজ।

এখানে আপনার মন্তব্য রেখে যান