শহরের পাতা ধুলোবালি বুকে
বাতাসে পেতেছে কান
ইট-বালি-কাঁচে অনাহুত কোনো
বৃষ্টির সন্ধান।
দেয়ালে দেয়ালে মেঘ ঠেকে গেছে
ধোঁয়াশা করুণা পানি
তবু ডালে ডালে কিছু কুঁড়ি জেগে
আজন্ম সন্ধানী।
তবুও থায়ের জানালা বাড়ছে
বাড়ছে কাঁচের দেয়াল
দিনে ও রাত্রে প্রায়ভেট কারে
ঘুরছে শহুরে শেয়াল।
শহরের পাতা ধুলো বালি বুকে
চেয়েছে শীতল পানি
হঠাৎ দুপুরে মিলেছে বৃষ্টি
লুকোচুরি কানাকানি।
এখানে আপনার মন্তব্য রেখে যান