উল্টোছবি দেখছো কবি
সামনে নিয়ে দর্পণ
উল্টোকথায় করবে নাকি
নিজেকে সমর্পণ।
শুনছো যা সব, দেখছো কি তা?
বাজছে কি সব উল্টোফিতা?
বাজলে বাজুক ধার ধেরো না
পারলে বলো সোজাটা
একটু হলেও কাঁধের থেকে
নামুক পাপের বোঝাটা-
বিবেক যদি মূক হয়ে যায়
মুখের কথার দাম কি;
কথার কথায় ভিজুক চিড়ে
কাব্যকথার কাম কি?
এখানে আপনার মন্তব্য রেখে যান