তুমি কেনো এতো বেশি / সাইফ আলি

তুমি কেনো এতো বেশি কোমল হতে গেলে
লজ্জাবতি পাতার মতো এতো বেশি লাজুক
হাত ছোঁয়ালেই পাখির পালক পড়বে খসে খসে
বাইরে যতই উল্টোফিতে বাজুক।

পায়রা শরীর শুভ্র মেঘের দেশে
একটু আগেই ভাসিয়ে যেনো এলে
আমার বড্ড হাত দিতে হয় ভয়
হঠাৎ যদি বরফ গলে গেলে-

চোখটা তোমার স্বচ্ছ বড়ো বেশি
এক নিমিষেই ইচ্ছে দিতে ডুব
সাঁতরে যদি নাইবা আসি ফিরে
ডুবিয়ে রেখো খুব-

আর যদি হয় মনের কোণে বাড়ি
হোক না তাড়াতাড়ি।

এখানে আপনার মন্তব্য রেখে যান