ধুর্ত শেয়াল খুড়তো দেয়াল
খুঁজতো তাজা লাশ,
এমনি করেই সেই শেয়ালের
কাটতো বারো মাস।
দিন ছিলো না রাত ছিলো না
মিছিল ফেরা লাশে,
সেই শেয়ালের দৃষ্টি লোলুপ
খিলখিলিয়ে হাসে।
হঠাৎ সেদিন আমজনতা
শেয়ালটাকে ধরে
আস্ত মোটা কঞ্চিসহ
বাঁশ দিয়েছে ভরে।
ধুর্ত শেয়াল খুড়তো দেয়াল
খুঁজতো তাজা লাশ,
এমনি করেই সেই শেয়ালের
কাটতো বারো মাস।
দিন ছিলো না রাত ছিলো না
মিছিল ফেরা লাশে,
সেই শেয়ালের দৃষ্টি লোলুপ
খিলখিলিয়ে হাসে।
হঠাৎ সেদিন আমজনতা
শেয়ালটাকে ধরে
আস্ত মোটা কঞ্চিসহ
বাঁশ দিয়েছে ভরে।
এখানে আপনার মন্তব্য রেখে যান