ধোঁয়া কুয়াশায় ঘিরে আছে চারপাশ
দেখা না দেখায় রাস্তা গিয়েছে মিশে
ঘাসে শিশিরের বিন্দু জমেছে মেলা
সেদিন ভোরের বেলা।
হঠাৎ সূর্য শিশিরে জ্বাললো আলো
পাতা ধুয়ে কিছু শিশির পড়লো ঝরে
পথ ফিসফিসে আমাকে বললো ডেকে
কিছুক্ষণ আগে তুমি গিয়েছিলে
এই সরু পথ ধরে।
তোমাকে খুঁজতে এগিয়ে গেলাম
শুভ্র শিউলিতলা
এলোমেলো ফুল ঝরেছে অনেক তবু
আচল তোমার খালি
ঘাসের চাদরে এলোচুলগুলো মেলে
দৃষ্টি তোমার কুয়াশার মায়াজালে।
দ্বিধাদন্দ্বের চরম সময়ে আমি
এক কেঁড়ে কাঁচা খেজুরের রস এনে
বললাম – ওগো নারী;
এই শীতে কিছু উষ্ণতা পেতে পারি?
এখানে আপনার মন্তব্য রেখে যান