আমার কেবল এইটুকু সাধ জাগে / সাইফ আলি

কেউ হতে চায় পাহাড়-নদী-ফুল-পাখি-গাছ-ঝরনা
কেউ দিতে চায় মেঘের দেশে পাড়ি
কেউ বা সাহেব পয়সাওয়ালা
কারোর বাড়ি গাড়ি-

কেউ আকাশের নীল হতে চায়
ধুসর ডানা চিল হতে চায়
কেউ বা রাতের চাঁদ
কেউ বা তারা; উল্কা হয়ে
ছোটার বড়ো সাধ।

কেউ বা গভীর নীল সাগরের
খুব অজানায় চায় হারাতে
কেউ শিশিরের শুভ্র বুকের আলোর কাঁপন
খুব প্রভাতে।

আমার কেবল এইটুকু সাধ জাগে
দুঃখ আসে আসুক সুখের আগে…..

এখানে আপনার মন্তব্য রেখে যান