যতোদিন হৃদস্পন্দন থাকে / সাইফ আলি

এই সবুজ পাহাড়ের বুকে
শীতল নির্জনতায়
তুমি যেই সুর তুলে বয়ে যাও
তা যদি আমার সঞ্চিত শব্দভান্ডারের
কোনো একটি শব্দে প্রকাশ করতে পারতাম….

পৃথিবীর সমস্ত অভিধান ঘেটে
এমন একটি শব্দও পেলাম না খুঁজে-

অদ্ভুত কাঁপন সে শব্দে
কান পেতে শুনলে যেমন হৃৎপিন্ড খেলা করে বুকের ভিতর
ঠিক তেমনই
তুমি যেনো পাহাড়ের হৃৎপিন্ড হয়ে
বয়ে যাও সবুজ শরীরে….

বহুদিন পর
তোমার শরীরের স্বচ্ছতায় হাত রেখে
বড়ো স্বাধ জাগে-
যতোদিন হৃদস্পন্দন থাকে
রক্তধারা বয়
ক্ষুদ্র পাহাড় হয়ে আমি
বেঁধে রাখি সবুজ সময়…….

এখানে আপনার মন্তব্য রেখে যান