হে আমার প্রভূ

হে আমার প্রভূ
যখন পাহাড় থেকে পাহাড়ে
পরিপূর্ণ অধিকার নিয়ে তাকালাম
মেঘগুলো তুলোর মতো ভেসে গেলো
উষ্ম-শীতল ঝর্ণা ভেজা বাতাস মেখে গায়
সারাদিন ভেবে হলাম সারা
কতো বেশি ভালোবাসো তুমি…

দাড়ালাম সাগরের তীরে
উথলে ওঠা ঢেউ তার ছুয়ে দিলো পা
মনে মনে ভাবলাম- প্রভূ,
এতো বেশি ভালোবেসে যেনো
ক্ষমা কোরো; শাস্তি দিও না।

এখানে আপনার মন্তব্য রেখে যান