কবিতা আগে না কলম ছুঁয়েছে ডায়রির পাতা
মুখে মুখে চলে তর্ক ভিষন
কবি পালায়-
পাখি ছিলো নীড়ে
নীড়ভোলা পাখি
উড়বে আকাশে
মেঘ বলে আয়
নীল সীমানায়
গাছ বলে ডালে থাক
কবি বলে পাখি পাখনা মেলেছে
বাতাসের বুকে; যাক-
ডাল-মেঘ ঘুরে নীড় ভোলা পাখি ফিরবে নীড়েই
পাখি যদি হয় কবিতার রূপ
মন নীড় পোঁড়ে জ্বালায়
কবিতা-কলম-ডায়রিটা রেখে
কবি পালায়……
এখানে আপনার মন্তব্য রেখে যান