গোঁফটার ঝোপটায় পালিয়েছে পিঁপড়া

গোঁফটার ঝোপটায় পালিয়েছে পিঁপড়া
এই নিয়ে হৈ চৈ চলছে
মর মর ধর ধর ধরে তাকে চিপড়া
বাহু নেড়ে গলা ছেড়ে বলছে।

বলছে যে বলবান
তার ছিলো ছোটো কান
বলে বেশি শোনে কম লোকটা
পিঁপড়ার ভাস্তি
দিতে তাকে শাস্তি
শামলাতে পারলো না ঝোকটা

টুপ করে ঢুকে গেলো কানটায়
যায় যায় লোকটার জানটাই

গোঁফটার ঝোপটায় পালিয়েছে পিঁপড়া
এই নিয়ে হৈ চৈ নেই আর
সরিসার তেল ঢেলে অথবা কঞ্চি ঠেলে
কান থেকে বের করো এইবার।

এখানে আপনার মন্তব্য রেখে যান