ঘড়ির কাটারা সময় মাপে না
ব্যটারি গিয়েছে পুড়ে
পোঁড়া ব্যটারির ঝাঁঝ নিয়ে বুকে ঘড়ি নির্বাক-
টিক টিক টিক দেয়াল ঘড়িটা
ঠিক ঠিক আর দেয় না খবর
ঘরের মায়াতো ছেড়েছি আগেই
এইবার হোক ঘড়ির কবর।
সময় তবুও পিছন ফেরে না
স্টেশনেও নেই না বিরতি
আক্ষেপে আর ফুঁটবে গোলাপ
কি বা লাভ তার কি বা তার ক্ষতি।
যারা দৌড়ালো সময়ের পিছে
তারা কি পেয়েছে কিছুটা সময়
ব্যটারি পুড়লে ঘড়ি নির্বাক
ব্যয় হয়ে যায় সব সঞ্চয়।
এখানে আপনার মন্তব্য রেখে যান