রঙিন কাকের দরবারে শাদা-কালো পৃথিবী / সাইফ আলি

রঙিন কাকের দরবারে শাদা-কালো পৃথিবী
ফুল ভুল – পাতা মিছে, তারও নিচে উঁইদের ঢিবি
ঢিবিতে কি মাটি পরিপাটি নাকি অগোছালো ব্যথা
সদ্য হারানো ডানায় গিয়েছে ঢেকে
ডাস্টবিনে কাক ভালো অছে সব থেকে।

ল্যাম্পপোস্টের আলোটা গিয়েছে নিভে
তবুও মাতাল সোনালী আলোয় হাঁটে;
সকাল-সন্ধ্যা নীলক্ষেত মোড়ে ককটেল রাগে ফাটে।

গলাবাজ মহারাজ সোফায়
রাগে-দুখে ফোপায়
সংলাপ প্রস্তুত করে;
অপ্রস্তুত দর্শক চোখে দেখে সর্ষেফুল-
তারপর লাশের মিছিলে মিডিয়ার ভীড়।
ভীড় থেকে কিছু দূরে
কে এক বিক্ষুব্ধ যুবক
অকথ্য গালাগালে জমায় মজলিশ…

ডালে বসে কাক প্রকৃতির ডাকে দেয় সাড়া
অতঃপর সংক্ষিপ্ত প্রতিবাদ পর্বের ইতি।