বাঁক পেরুলেই অবাক হতি
ইস্ কি আলো
বায়ুর গতি!!
বাঁক পেরুলেই অবাক হতি।
একটা পাখির মুক্ত পাখায়
রং বেরঙের পালক ছিলো
সূর্য হঠাৎ ঝিলমিলিয়ে
মুক্ত দানা ছড়িয়ে দিলো
একটা নতুন পাতার গায়ে
ভোরের বাতাস হাত ছোয়ালো
সবুজ ধোয়া বন তখনো
একটু আঁধার একটু আলো।
ভাবছিস্ তুই এসব দেখে
কি হবে লাভ কিই বা ক্ষতি;
বাঁক পেরুলেই অবাক হতি।

মন্তব্য করুন