খোকা এবং দাদু

– এই ভিটে মাটি এই উঠোনের সীমান্তে ছিলো বন
বনে ছিলো ফুল
ফুলে ছিলো কিছু কালো ভ্রমরের গুনগুন সারাক্ষণ…

– কি বলছো দাদু
পাগল পেয়েছো?
আমি বুঝি আর কিচ্ছু বুঝি না-

– না না দাদু শোন
সেই বনে ছিলো ডোরা কাটা বাঘ
চিত্রা হরীণ আরো কতো কি…

– থোউ না ওসব রূপকথা আমি বহু শুনেছি।

এখানে আপনার মন্তব্য রেখে যান