এবার একটা বোমা বানাও না বাবু
যে বোমার হবে এন্টি বোমার খেল।
বাতাস কাঁপাবে না
রক্ত ঝরাবে না
যেই শিশুু আজ হাটতে শিখেছে
তার কচি পায়ে পোড়া বারুদের শিকল পরাবে না…
এবার একটা বোমা বানাও না বাবু।
হাজার রকম বোমার করলে চাষ
লাশের ফসলে গোলাও ভরলে ঢের
এ কেমনতর ফসল ফলালে বাবু
ঘর পুড়ে গেলো কাক্সিক্ষত সময়ের।
এবার একটা বোমার খবর বলো
ধোঁয়ার শরীরে পায়রা বাঁধবে বাসা
মিছিলে মিছিলে শান্তি ছড়াবে শুধু
আওয়াজ উঠবে ভালোবাসা …ভালোবাসা…!!
এখানে আপনার মন্তব্য রেখে যান