ঝিনুকের পেট থেকে টুপ করে খসে পড়া মুক্তার দানা
আজ আর মানল না বেড়াজাল
কাটাতার খচিত এ লিখিত সীমানা
আজ তার গজিয়েছে ঈগলের ডানা।
ভাগাড়ের লাশে
যে শকুন হায়েনারা হাসে
তারা যদি তাক করে বন্দুকের নল
নিন্দুকের দল
এবার একটিবার সত্যিকথা বল-
‘ও ডানায় গুলি করে লাভ নেই
যে মুক্তা জ্বলেছে সে মুক্তা জ্বলবেই।’
ঝিনুক মায়েরা তার বুকে বেধে জ্বালিয়েছে আলো
সে আলো তো নিভে যাবে না
মানবে না দলিল সীমানা।
আস্তাকুড়ে ছুড়ে ফেলো
কারাগারে বন্দি করে রাখো
তবুও সে জ্বলছে জ্বলবেই
তবুও সে উড়ছে উড়বেই….
এখানে আপনার মন্তব্য রেখে যান