পালক ব্যথায় কাঁপছো তুমি
কাটার আঘাত সহজ ভাবো;
উই ডিবিটা পার হলে না
সকাল বিকাল পাহাড় যাবো!!
মাঠ মাড়ালেই হয় না ফসল
কপাল ঘামাও চিন্তা করে,
সমাজটাকে বদলে দেবে
তা-ধিন তা-ধিন ধিন-তা করে।
সহজ কথা সহজ ভাষায়
অনেক সময় যায়না বল,
জীবনটাকে সহজ ভাবো
সহজ না খুব এ পথ চলা।
এখানে আপনার মন্তব্য রেখে যান