ময়না তদন্ত / সাইফ আলি

ময়না তদন্ত শেষে ডাক্তার জানালো –
আঘাতের আলামত মেলেনি।

ডাক্তার সাহেব
বুকের কতটা গভীরে গেলে
দেখতে পাও হৃদয়ের ক্ষত;
ততটা গভীরে রাখো হাত
খুঁজে পাবে কঠিন আঘাত।

জানি,
বুক চিরে উদোম কলিজাটা
তোমাকে দিলেও
আলামত মিলবে না কোনো।

এখানে আপনার মন্তব্য রেখে যান