সবকিছু হারিয়ে যায়
হারায় না স্মৃতির পাখিরা
রাত্রি নেমে এলে
পথ চিনে ঠিক ফিরে আসে
ফিরে আসে গুপ্ত কোনো চোখে
ফিরে আসে ঘুমের বালিশে।
মশারির ছেঁড়া ফাঁটা বাকা হাসি হাসে
পুরোনো ফ্যানের নাট
সঙ্গীনি খাট
দরজার ঘুনে খাওয়া চৌকাঠ
অন্ধকারে জেগে ওঠে সবাই
এমন কি ফ্রেমে বাধা তোমার ছবিটা
সেও যেনো আড়ে আড়ে চায়
ধরতে পারি না ঠিক
সব কিছু হারিয়ে যায়
হারায় না স্মৃতির পাখিরা
রাত্রি নেমে এলে
ফিরে আসে হাজার নালিশে।