ইতিহাস ঘাস খায়

ইতিহাস থেকে যায়
ইতিহাস বেঁকে যায়
ইতিহাস লেখে যায় যারা
সে সকল মগজের দ্বারা

ইতিহাস মুখে মুখে
রটে যায়
শব্দের ভান্ডারে কিছু কথা যোগ হয়
কিছুটা বিয়োগ হয়
কিছু কথা বিজয়ীর
ক্ষমতায় পটে যায়
কিছু কথা কাগজের নোটে যায়।

ইতিহাস ঘাস খায়
মাঝে মাঝে বাঁশ খায়
নতুন ঠিকানা পায় খুঁজে
জনগন চলে চোখ বুঁজে।

এখানে আপনার মন্তব্য রেখে যান