উপদেষ্টা

মুন্ডুটা কি দূর্বিনীত?
কণ্ঠটা কি উচ্চকিত?
পায়ের তলায় মাটি আছে?
তাহলে আর ভয় কি মশাই
জঙ্গী হবেন? যান না হয়ে-

ইট পাথরের নাই ভরশা
কামান গোলাই আনেন
উড়ো গুলির আওয়াজ হেনে
তামাক-টামাক টানেন…

মিছিল এলে আসতে দিন
জনসভায় কাশতে দিন
তারপর নাই চলুক গুলি
একটা দুটো মাথার খুলি
পড়লে কি হয় জানেন
ওসব জেনে কি লাভ বলুন
তার চেয়ে ঐ তামাক-টামাক টানেন।

সেদিন আমি বিলেত থেকে
কি এসেছি জানেন দেখে
আন্দোলনের চায়ের ধোঁয়া
কিছুই না ও হাতের মোয়া,
চটকে দেবেন;
কাজ না হলে লটকে দেবেন।
গদির উপর যদি নাই তা জানেন?
জেনে কি লাভ
যা বলি তাই মানেন।

এখানে আপনার মন্তব্য রেখে যান