এই সমুদ্র দিতেই হবে পাড়ি

নতুন দ্বীপের সন্ধানে আজ যাত্রা হবে শুরু
হাওয়ার তোড়ে ফুলবে এ পাল ফের
সস্তা সময় বস্তাপঁচা সব ইতিহাস থুয়ে
আজকে আবার নতুন করে যাত্রা আমাদের

মেঘ বালিকা যাত্রা পথে বিছাক কালো চুল
বৃষ্টিরা হোক সন্ধ্যা বেলার ফুল
আকাশ শাড়ির আচল থেকে পড়ুক ধুয়ে ধুয়ে
বুক চিরে ফের এগিয়ে চলি অসীম সমুদ্দুর।

ঝড় উঠে ফের দিক না দোলা
নাবিক তো নয় আত্মভোলা
ঈগল চোখে নতুন দ্বীপের স্বপ্ন বালিয়াড়ি
এই সমুদ্র দিতেই হবে পাড়ি।

এখানে আপনার মন্তব্য রেখে যান