পালক সুখে উড়লো পাখি
আকাশ দিলো ধরা
এবার কি আর পেছন ফেরার বালাই আছে কোনো?
দাড়াও পাখি শোনো-
বাতাস বড়ো ঝড় তুলেছে
মেঘ জমেছে কালো
আভাস তো নয় ভালো
এই অসময় শেষ হয়ে যাক
জাগুক নতুন আলো
একটুখানি দাড়াও পাখি শোনো-
ওড়ার সময় হয়নি তো এখনো।
পালক সুখে তবুও পাখি বিছিয়ে দিলো ডানা
ব্যর্থ সকল মানা
কালো মেঘেও বাধলো না সীমানা।