তবুও পাখিটা

পালোকে পাখির কৃষ্ণচুড়ার মায়া
ডানায় পাথর ঝোলে,
তবুও পাখিটা এই নির্জনে
জীবনের সুর তোলে।

এখানে আপনার মন্তব্য রেখে যান