শিউলি কুড়ানো পথটার বাঁকে
সেই ঘর একা একা
আজো চেয়ে থাকে।
মেঘ কবে যে বৃষ্টি এনে তুলেছিলো নুপুরের সুর
রোদেলা দুপুর
ধুয়েছিলো আলোর শরীর
সন্ধ্যাবেলা আধো-আলো আধো-অন্ধকার
খেলেছিলো প্রণয় আদীম
অতঃপর একফালি চাঁদ জানালায় রেখেছিলো মাথা
সেই ঘর –
শুধু সেই ঘর আজো একা
চেয়ে চেয়ে থাকে
হয়তো আমার মতো খুব নিরবেই
স্মৃতির পায়রাদের ডাকে…
এখানে আপনার মন্তব্য রেখে যান