ঐ সমুদ্রে বাতাস তুলেছে ঝড়
নদী শোন তুই যাসনে এখন
আকাশে ভীষণ কালো মেঘ জমে আছে
রংধনু তুই ঐখানে কেনো জেগে?
নারকেল বনে ক্লান্তি এনেছে ব্যধি
তবু সরাবের পূর্ণ সবুজ পাত্র
চকচকে চোখে পথিক দেখেছে তৃষ্ণা
ঘুমিয়ে পড়েছে মাত্র।
পথিক রে তুই নারকেল বনে যাসনে-
বৃষ্টি ফোটার তুমুল নৃত্য বাইরে
জানালা লাগিয়ে দে
তবেই না তুই ভদ্র হবি
সমুদ্রে যাসনে।
এখানে আপনার মন্তব্য রেখে যান