চিরুনির ফাঁকে স্মৃতি জমে ছিলো কিছু,
স্মৃতি জমে ছিলো পুরোনো কাথার গায়ে;
ভাঙা চোকিটায় অবসর কোনো রাতে
তুমি উঠে এলে লজ্জিত পায়ে পায়ে।
কাঁপা ঠোঁটে তুমি বললে – এখনো বুড়ো,
কাটেনি হেয়ালী প্রেম?
আমি নির্বাক শুধু চেয়ে চেয়ে ভাবি,
ছাড়লে না আজো ভাঙা চিরুনির দাবি!
দিয়ে দেবো এই সাদা কালো চুলে
ভালোবাসা ভুলে স্মৃতির চিরুনি, ভেবে;
যেই বাড়ালাম হাত –
তুমি চলে গেলে।
পুরোনো কাথায় ভাঙা চোকিটায়
পার হয়ে গেলো রাত।
এখানে আপনার মন্তব্য রেখে যান