জানালায় কিছু লুকোচুরি রোদ
আকাশে মেঘের নৌকা চলেছে ভেসে;
তুমি কি আসবে আমার উঠোন
ঘাস-লতা ভালোবেসে?
তুমি কি আসবে ক্লান্ত শরীর ছুয়ে
ছোট গ্রামটার পথে প্রান্তরে;
অঝোরে নামবে খুব?
তুমি কি আসবে বটের পাতায় বলো,
অথবা চালার শরীর জড়ানো লাউডগা চুয়ে চুয়ে?
তুমি এলে দেখো সবুজ কিশোরী
ভেজাবে কোমল হাত,
কিশোর ছেলেটা উদোম শরীরে
মাতাবে সারাটা গ্রাম।
তুমি আসলেই পোঁড়া ঘাসফুল
আবার তুলবে মাথা,
ফুলে ও ফসলে বৃষ্টি দিনের
ইতিহাস হবে গাঁথা।