আর ক’টাদিন সময় চেয়ে সেদিন তুমি ঘর ছেড়েছো
বললে এবার শহর থেকে আনবে কিনে শখের চুড়ি
ভালোবাসার লাল ফিতাতে বাধবে বলে সমস্ত রাত
আর ক’টাদিন সময় চেয়ে হাত সরালে
শুন্য এ হাত…
এখন তুমি কোথায় আছো, কেমন আছো?
ভাতের থালায় ভাত পঁচেনি সকাল বেলার
ভাবতে পারি; তবুও কেনো ভাবতে আমার কষ্ট লাগে?
এই অভাগা সময়টাকে হঠাৎ যেনো নষ্ট লাগে।
সেদিন জানো রাতের বেলা ভীষণ রকম বর্ষা এলো
টিনের চালার ছিদ্রগুলো কাঁদলো যেনো প্লাবন সুখে
বাসন জুড়ে আমিও তখন জমিয়ে নিলাম কষ্টগুলো;
এবার তুমি আসবে যখন সঙ্গে কিছু খোরাক এনো।
টিনের চালার দুঃখ ভরা ছিদ্রগুলো
বন্ধ হবে আশায় থাকি…
‘আর ক’টাদিন’ পার হবে কি;
ক’দিন বাকি?
এখানে আপনার মন্তব্য রেখে যান