তোমরা বললে, স্বপ্নকে সত্য করে তুলতেই
অবিরাম সংগ্রাম তোমাদের ;
আর, সুবিধাবাদী স্বপ্নেরা কি সহজেই
বেড়ে উঠলো হায়েনার মতো…
ফলজ বৃক্ষের গায়ে কি দারুণ ছেয়ে গেলো
পরজীবী স্বপ্নের ঝোপ;
পথের স্বপ্নগুলো কঠিন জুতার তলায়
কি নির্মম পৃষ্ট হতে হতে
বিবর্ণ হয়ে গেলো হায়…!
টেলিভিশনের রঙিন পর্দায়
লোভনীয় কম্পোজিশন আর
সৃষ্টিশীল পরিবেশনায় কি চমৎকার
বেড়ে উঠলো একদল স্বপ্নশিশু!
অথচ, সেই স্যাটালাইটের অন্ধকারে
রাস্তার কুকুরের মতো
ডাস্টবিন ঘেটে
যে সকল স্বপ্নের ফুল
পুজিবাদী সভ্যতার ছড়িয়ে দেয়া ভাইরাসের
নীলাভ হিংস্রতার শিকার;
যে সকল স্বপ্নেরা রেস্তোরা আর হোটেলের
কানাগলি ঘেঁটে
সোডিয়াম বাতির আলোয়
খুঁজে ফিরলো বিবর্ণ জীবন,
তাদের জন্য?
আছে কি কোনো কর্মসূচি তোমাদের?
তোমরা বললে- স্বপ্নকে সত্য করে তুলতেই
অবিরাম সংগ্রাম আমাদের।