এখন আর কোনো অধিকারের গল্প নয়
নয় কোনো নতুন স্বাধীনতার মোড়ক উন্মোচন
এখন শুধু একতরফা গুলির আওয়াজ
প্রসাশনিক কুচ্কাওয়াজ-
“চল্ চল্ চল্
ঊর্ধ্বে ওঠার চোরা এ পথ
মামা-খালুদের দস্তখত
স্বার্থ হাসিলে ঐক্যমত
আমরা চোরের দল
চল্ চল্ চল্………”
এখন আর কোনো সুপ্রভাত নয়
চেতনার নিস্তেজ মন্ত্রপাঠেই শুরু হোক আরেকটি দিন…
এখানে আপনার মন্তব্য রেখে যান