কোটার বাইরে জন্ম আমার

Untitled-1

– হ্যারে মদন ভাত খাস নাই?

– কি করে খাই
কন তো মশাই

– ক্যান কি হলো, ভাতের অভাব?
নাকি আবার বাড়া ভাতে ছাই পড়েছে

– ওটাই ওটাই
ক্ষিদের কোটায় নাম ছিলো না
দু’চার জনে খাচ্ছে গোটাই
ঠেসে ঠেসে খাচ্ছিল তো; গলা দিয়ে নামছিলো না।

– বলিস কিরে-
কোটার ঠেলায় আসলি ফিরে!!

-অমুক পেলো দাদার কোটায়
তমুক পেলো জেলায়
এখন আমি ডিগ্রি নিয়ে
করবো জুতো সেলাই।

বাপের কোটায় পীর হলো সব
দাদার কোটায় পাশ
কোটার বাইরে জন্ম আমার
তাই নিয়েছি বাঁশ।

এখানে আপনার মন্তব্য রেখে যান